শিক্ষার্থীদের অনলাইন সেবা
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের জন্য অনলাইন ভিত্তিক বিভিন্ন সেবা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। এসকল সেবা পেতে হলে আবেদনকারীকে প্রথমে Sign Up করার মাধ্যমে একাউন্ট তৈরি করতে হবে। পরবর্তীতে Log in করার মাধ্যমে শিক্ষার্থীবৃন্দ স্ব স্ব ড্যাসবোর্ডে যেতে পারবেন। ড্যাসবোর্ড থেকে কাঙ্খিত সেবার জন্য আবেদন করা যাবে।
বর্তমানে নিম্নলিখিত সেবাসমূহ অনলাইনের মাধ্যমে প্রদান করা হচ্ছে :
-
১. সার্টিফিকেট উত্তোলন(নিয়মাবলী)
-
২. মার্কস্ সার্টিফিকেট উত্তোলন(নিয়মাবলী)
পর্যায়ক্রমে আরো বিভিন্ন সেবা এই তালিকায় যুক্ত হবে ।
মার্কস্ সার্টিফিকেট উত্তোলন এবং ট্রান্সক্রিপ্ট উত্তোলন দুইটি ভিন্ন সেবা। বর্তমানে মার্কস্ সার্টিফিকেট উত্তোলনের আবেদন অনলাইনে সম্পন্ন করা যাচ্ছে। কোন শিক্ষার্থী ট্রান্সক্রিপ্ট উত্তোলন করতে চাইলে তাদেরকে পরীক্ষা নিয়ন্ত্রকের ট্রান্সক্রিপ্ট সেকশন (কক্ষ নং ৩৩২) এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
Already
registered ? Please
Login
Helpline will remain open from Sunday to Thursday during office hours and will remain closed
during Fridays, Saturdays.
Helpline: +88 09666 911 463 (Ext-4701)